হায়েনার রূপকথা
যারা আজ মানবরূপ বর্জন করে হায়েনায় পরিগ্রহ!
তুমি কি স্বাধীনতার আড়ালে ন্যায়ের রক্তস্রোত চেয়েছিলে!?
দেখ মা, তোমার বুকে আজ আমার শত মায়ের বিরহ।
তুমি কি স্বাধীনতার আড়ালে ন্যায়ের রক্তস্রোত চেয়েছিলে!?
দেখ মা, তোমার বুকে আজ আমার শত মায়ের বিরহ।
মা ৭১! তুমি এ কেমন সন্তান জন্ম দিলে?
যারা আজ ভায়ের রক্তে নিজেদের দেহ রাঙায়!
কলমের বক্ষে কলমের বদলে চাপাতির কাব্য সাজায়!
মা ৭১! তুমি এ কেমন সন্তান জন্ম দিলে?
যারা আজ ভায়ের রক্তে নিজেদের দেহ রাঙায়!
কলমের বক্ষে কলমের বদলে চাপাতির কাব্য সাজায়!
মা ৭১! তুমি এ কেমন সন্তান জন্ম দিলে?
No comments