রোদগুলো পাকা পর্যন্ত
তুমি এসেছ প্রভাতের কাঁচা রোদে, একটু সঙ্গ দেবে আমায়,
এই............ রোদগুলো পাকা পর্যন্ত?
এই............ রোদগুলো পাকা পর্যন্ত?
বহু দাম দিয়ে কালো-মেঘ থেকে বৃষ্টিগুলো কিনে নিয়েছি তুমি আসবে বলে,
কারণ সাদা মেঘের বিছানো পটে আজ তোমার অঙ্গসৌষ্ঠব আকাশ জুড়ে আঁকবো।
কারণ সাদা মেঘের বিছানো পটে আজ তোমার অঙ্গসৌষ্ঠব আকাশ জুড়ে আঁকবো।
রাতের অন্ধকারকে বলেছি,
তোমার চুলের স্রোতধারায় যত কালো লাগে সে আমাকে দেবে।
গাছের পাতাগুলো তোমার চক্ষু অঙ্কনে সবুজ হবে।
তোমার চুলের স্রোতধারায় যত কালো লাগে সে আমাকে দেবে।
গাছের পাতাগুলো তোমার চক্ষু অঙ্কনে সবুজ হবে।
আমি মেলা দামে সহস্র চন্দ্রের অজস্র পূর্ণিমা কিনেছি,
শুধু তুলিতে তোমাকে সাজাবো বলে।
শুধু তুলিতে তোমাকে সাজাবো বলে।
তুমি থাকবে তো রোদগুলো পাকা পর্যন্ত?
আজকের জন্য, শুধু আজকের জন্য মেঘের সব কান্না আমি কিনে নিয়েছি;
খরা রোদে, প্রচণ্ড খরা রোদে তোমার প্রতিসাম্যে নিজেকে জ্বালাবো বলে।
খরা রোদে, প্রচণ্ড খরা রোদে তোমার প্রতিসাম্যে নিজেকে জ্বালাবো বলে।
তুমি থাকবে তো রোদগুলো পাকা পর্যন্ত?
No comments