লোহিত বাংলা
আমি সকালে উঠে সবুজের সমারোহে ঘেরা ছোট্ট সে বাংলাদেশটি দেখতে চেয়েছি;
উত্তপ্ত সূর্যস্নাত রক্তাক্ত কোনো দুপুর না।
উত্তপ্ত সূর্যস্নাত রক্তাক্ত কোনো দুপুর না।
আমি একুশ ত্যাগের মাধ্যমে বর্ণের আনন্দস্রোত দেখতে চেয়েছি;
দীর্ঘশ্বাস উদ্রেগকারী দৈনিকের লোহিত কোনো পাতা না।
দীর্ঘশ্বাস উদ্রেগকারী দৈনিকের লোহিত কোনো পাতা না।
আমার আছে দিগ্বিজয়ী বহু আখ্যান, আলেখ্য, উপাখ্যান;
নেই অন্তরে অন্তরে মানবিক মূল্যবোধের সীমানায় বিচরণ।
নেই অন্তরে অন্তরে মানবিক মূল্যবোধের সীমানায় বিচরণ।
শুধু আছে অমানুষের দিকে দিকে যত্রতত্র আনাগোনা,
পশু সে পশুই- আরো নিকৃষ্ট! নেই তার বিবেক যন্ত্রের তাড়না।
পশু সে পশুই- আরো নিকৃষ্ট! নেই তার বিবেক যন্ত্রের তাড়না।
No comments